Welcome Guest | Login | Signup


Description of Mymensing | Toursim or Parjatanbd
Untitled Document
অবসর সময়ে ভ্রমণ করুন ও দেশ সম্পর্কে জানুন - পর্যটনবিডি.কম

Beautiful Mymensing

 

পদ্মা, মেঘনা, সুরমা যমুনা কত যে নদী ........

ময়মনসিংহ সম্পর্কে বর্ণনা
 

Description About Mymensing

রাজধানী থেকে প্রায়  ১২২ কিলোমিটার উত্তরে জেলা শহর ময়মনসিংহ । ময়মনসিংহ  শহরের আগের নাম ছিল নাছিরাবাদ।ষোড়শ শতাব্দীতে বাংলার সুলতান সৈয়দ আলাউদ্দীন হোসেন শাহ তাঁর ছেলে সৈয়দ নাসিরুদ্দিন নুসরত শাহকে এ অঞ্চল শাসন করতে পাঠান ।এরপর থেকে এ জায়গার নাম হয় নাছিরাবাদ। মুঘল আমলে মোমেন শাহ নামে এক  সুফি সাধক ছিলেন এ অঞ্চলে।বলা হয়, নামডাক ও প্রভাবের কারনে সম্রাট আকবর  তাঁকে দলভুক্ত করে নেন। ওই সাধকের নামেই পরবর্তী সময়ে এ অঞ্চলের নাম হয় মোমেনশাহী ।কালের বিবর্তনে মোমেনশাহী থেকেই  ময়মনসিংহ  নামের উদ্ভব হয়েছে বলে ধারনা করা হয়। ময়মনসিংহ জেলার উত্তরে গারো পাহাড় ও ভারতের মেঘালয় রাজ্য, দক্ষিনে গাজীপুর, পূর্বে নেত্রকোনা ও কিশোরগঞ্জ এবং পশ্চিমে শেরপুর, জামালপুর ও টাঙ্গাইল  জেলার পুরানো ব্রহ্মপুত্র ও কংস এ জেলার প্রধান নদ-নদী ।

ময়মনসিংহ জেলার  ১২ টি উপজেলা  হল –ময়মনসিংহ সদর ,ভালুকা, ধোবাউরা,ফুলবাড়িয়া, গফরগাও,গৌরীপুর ,হালুয়াঘাট,ঈশ্বরগঞ্জ, মুক্তাগাছা,নান্দাইল, ত্রিশাল  ও ফুলপুর। ময়মনসিংহ জেলার আয়তন প্রায়  ৪৩৬৩  বর্গকিলোমিটার।

 

Mymensingh is a district town about 122 km north of the capital. Mymensingh was formerly known as Nasirabad. In the 16th century, Sultan of Bengal Syed Alauddin Hussain Shah sent his son Syed Nasiruddin Nusrat Shah to rule the region. From then on, the place was called Nasirabad. During the Mughal period there was a Sufi saint named Momen Shah in this region. It is said that due to his fame and influence, Emperor Akbar included him in the party. The region was later renamed Momenshahi after the saint. It is believed that the name Mymensingh originated from Momenshahi in the evolution of time. Mymensingh district is bounded on the north by the Garo Hills and the Indian state of Meghalaya, on the south by Gazipur, on the east by Netrokona and Kishoreganj, and on the west by Sherpur.
Old Brahmaputra and Kangs are the main rivers of Jamalpur and Tangail districts. Mymensingh district has 12 upazilas - Mymensingh Sadar, Bhaluka, Dhobaura, Fulbaria, Gafargaon, Gauripur, Haluaghat, Ishwarganj, Muktagachha, Nandail, Trishal and Phulpur. Mymensingh district has an area of ​​about 4363 sq km

ময়মনসিংহের পর্যটন অথবা ভ্রমন স্থান

 
Tourism or Parjatan Place of Mymensing

ময়মনসিংহ হচ্ছে বাংলাদেশের অন্যতম জেলার মধ্যে একটি, এ জেলাটির এতিহ্য অনেক। কেননা এখানে রয়েছে নামকরা প্রত্নতত্ত্বসহ ঐতিহাসিক অনেক স্থাপনা যা এ জেলাকে ভ্রমন প্রেমিকদের কাছে অনেক আকর্ষনীয় করেছে।এ সাইটের প্রতিটি তথ্য এ জেলা্র ভ্রমন কেন্দ্রীক ও অনেক গুরুত্বপূর্ণ যা ভ্রমণ পিপাসুদের কাজে আসবে। যেমন-ভ্রমণ স্থান, কিছু কিছু কৃতী সন্তানদের তালিকা, যাতায়াত, আবাসীক হোটেল, রেষ্টুরেন্ট, কমিউনিটি সেন্টার, ডেকোরেটর, বিনোদন স্থাপনা, পরিবহন ও রেন্ট এ কার, ফুলের দোকানসহ আরও অনেক তথ্য।

 

Mymensingh is one of the districts of Bangladesh, this district has a lot of history. Because there are many historical sites including famous archeology which has made this district very attractive to the travel lovers. Every information of this site is centered on the travel of this district and many important things that will come in handy for those who are thirsty for travel. Such as travel places, lists of some accomplished children, travel, residential hotels, restaurants, community centers, decorators, entertainment establishments, transportation and rent a car, flower shop and many more information.

ময়মনসিংহের বিখ্যাত স্থান এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি

 
Famous Place and Important Person of Mymensing

শশী লজ, গৌরীপুর লজ, আলেকজান্দ্রা ক্যাসল, জয়নুল আবেদিন সংগ্রহশালা, শহীদ  স্মৃতিস্তম্ভ, কৃষি  বিশ্ববিদ্যালয়, নজরুল স্মৃতিকেন্দ্র, মুক্তাগাছা  জমিদারবাড়ি, গৌরীপুর  জমিদারবাড়ি, বীরাঙ্গনা  সখিনার মাজার, রামগোপাল  জমিদারবাড়ি, আব্দুল জব্বার স্মৃতি জাদুঘর, কুমিরের খামার

ভাসাসৈনিক আব্দুল জব্বার, সাহিত্যিক আবুল কালাম শামসুদ্দিন, আবুল মনসুর আহমদ, অধ্যাপক জ্যোতির্ময় গুহঠাকুরতা, অধ্যক্ষ  আব্দুল হাই, শিল্পাচারয জয়নুল আবেদিন, উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, আব্দুল জব্বার, ধীরেন্দ্র কিশোর রায় চৌধুরী, শাইখ সিরাজ, আব্দুর রসিদ প্রমুখ ব্যক্তির জন্মস্থান ময়মনসিংহ জেলায়।

 

Shashi Lodge, Gauripur Lodge, Alexandra Castle, Zainul Abedin Museum, Shaheed Memorial, Agricultural University, Nazrul Memorial Center, Muktagachha Zamindarbari, Gauripur Zamindarbari, Birangana Sakhina Mazar, Ramgopal Zamindarbari, Abdul Jabbar
Bhasasainik Abdul Jabbar, Literary Abul Kalam Shamsuddin, Abul Mansur Ahmed, Professor Jyotirmoy Guhathakurta, Principal Abdul Hai, Shilpacharya Zainul Abedin, Upendra Kishore Roy Chowdhury, Abdul Jabbar, Dhirendra Kishore Roy Chowdhury, Sheikh Moraysthan.

General Information

Year of Establishment

 

1787

Total Thana

 

12

Total Municipality

 

8

Total Union

 

146

Total Village

 


2700

Population Density (Per Barga KM)

 

1029

Geography Position

 

24° 44 36.4128 N and 90° 23 54.1824 E.

Average Rainfall

 

2249mm

Average Temperature

 

24°C (75.2°F)

Population According to 2001 Census

 

5,807 (2016 Year)

Rivers

 

Old Brahmaputra

 

 

 

Important Tourism Information of Bangladesh

by md. abidur rahman | parjatanbd | A Home of Tourism | Information Written and Managed By : Shahina Akter  | সাহিনা আক্তার

Hotel of Bangladesh
Details>>

Related Links


Welcome
Address: Mohammadpur, Dhaka-1217
Mobile: , Webmail

All right reserved by : Parjatanbd.com | Design & Developed by : Web Information Services Ltd