Welcome Guest | Login | Signup


Dhaka Resort | Gazipur
Untitled Document
অবসর সময়ে ভ্রমণ করুন ও দেশ সম্পর্কে জানুন - পর্যটনবিডি.কম
Picnic Spot and Resort of Bangladesh  
  Web Guideline

.

Dhaka Resort
.

কটেজ, সুইমিংপুল, রেস্টুরেন্ট, মাঠ, ইকোপার্ক নিয়েই গড়ে উঠেছে ঢাকা রিসোর্ট।খোলামেলা, সাজান্‌ গোছানো,ছিমছাম ।সর্বোপরি নির্জন । রিসোর্টের চারপাশেই শাল-গজারির বন ও সবুজ-সুন্দর ।

ঢাকা রিসোর্টে সবচেয়ে বেশি আকর্ষণ হচ্ছে কটেজ এবং রেস্টুরেন্টের শৈল্পিকতা ।লাল রঙ্গের টিন, টালি দিয়ে আকর্ষণীয় চমৎকার ডিজাইনে তৈরি করা কটেজগুলো। ভেতরের রুমগুলো রুচিশীল আসবাবপত্রে সুসজ্জত ।প্রশস্ত ব্যালকনিও রয়েছে ডাইনিং-এ ।নির্মিত হচ্ছে অর্ধ শতাধিক রুম বিশিষ্ট ইকোনোমিক আবাসিক ব্যবস্থা। ৩টি করে কটেজের মধ্যে একটি কটেজের সামনে চমৎকার একটি সুইমিংপুল । চারদিকে দেয়াল ঘেরা ও টলমলে নীল জল। পুলে সাতার কাটুন বা পাড়ে বসে আড্ডা দিতে পারেন। যা নিসন্দেহে দারুণ এক অভিজ্ঞতা হবে।

ঢাকা রিসোর্টের রেস্টুরেন্টটি আক্ষরিক অর্থে দারুন  ও অসাধারণ সুন্দর । শুধু বাহ্যিক আকর্ষণই নয়, এর ভেতরটাও বেশ সুন্দর। যা শৈল্পিক ডিজাইনে মনমুগ্ধকর । রেস্টুরেন্ট পাওয়া যাবে দেশি-বিদেশি মানসম্মত খাবার। রিসোর্ট পরিচালনা এবং খাবার আয়োজনে রয়েছে দক্ষ প্রশিক্ষিত কর্মী ।কার পার্কিং এবং নিরাপত্তার ব্যবস্থাও ভাল।

রিসোর্টে আছে সবুজ তিনটি প্রশস্ত মাঠ । মাঠে ফুটবল, ক্রিকেট খেলার আয়োজন করা যেতে পারে যা ভালো লাগবে । আছে একটি পুকুর, বেশ সুন্দর ও পুকুর
পাড়ে রয়েছে আরেকটি ইকো স্থাপনা ।

ঢাকা রিসোর্টের অন্যতম আকর্শণ ইকোপার্ক ।ইকো পার্কের একটু কৃত্রিমতার আশ্রয় নেয়া হয়েছে। গাছের ফাকে বাঘ, ভাল্লুক, হাতি নানান প্রাণীর ভাস্কর্য রাখা হয়েছে। এ আয়োজন বাচ্চাদের জন্য বেশ ভাল । সবুজের পাশাপাশি বর্ণিল ফুলের সমারোহ আবৃতে দেশি-বিদেশি নানা ফুলে ঢাকা রিসোর্টকে বৈশিষ্ট্যময় করেছে।

সব মিলিয়ে অবকাশ যাপন এবং পিকনিক আয়োজনের যাবতীয় সুব্যবস্থা মাধ্যমে শাল- গজারির বনে প্রকৃতির কোলে গড়ে ওঠা এ অনবদ্য ঢাকা রিসোর্ট ।

 

 

 

 

 

 

 

Dhaka Resort has been built with cottages, swimming pool, restaurants, grounds and ecopark. The resort is surrounded by shale-gazari forests and lush greenery.

The main attraction of Dhaka Resort is the cottages and the artistry of the restaurant. The cottages are made in attractive designs with red tin and tile. The interior rooms are furnished with tasteful furniture. There is also a spacious balcony in the dining room. Economic accommodation with more than half a hundred rooms is being constructed. A nice swimming pool in front of one of the 3 cottages. The walls are surrounded by turbulent blue water. You can swim in the pool or hang out on the shore. Which will definitely be a great experience.

The restaurant at Dhaka Resort is literally great and extraordinarily beautiful. Not only sound education but his alertness and dedication too are most required. Which is captivating in artistic design. The restaurant offers quality local and foreign food. There are skilled trained staff in resort management and catering. Car parking and security are also good.

The resort has three spacious green fields. Football, cricket games can be organized on the field which would be nice. There is a pond, quite beautiful and pond. There is another eco installation on the bank.

One of the attractions of Dhaka Resort is Ecopark. Eco Park has taken shelter of a little artificiality. Sculptures of tigers, bears, elephants and other animals have been placed in the gaps of the trees. This arrangement is quite good for children. The resort is characterized by a variety of local and foreign flowers in addition to greenery and colorful flowers.

All in all, this impeccable Dhaka resort is built in the lap of nature in the forest of Shal-Gajari through all the facilities of leisure and picnic.

 

Address :
Dhaka :

 

 

Mobile : 01762554444, 01689007680

Email : dhakaresort@yahoo.com

www.dhakaresort.com

 

Park :

 

 

Information Provided By :

 

 

 

 

Important Tourism Information of Bangladesh

by md. abidur rahman | parjatanbd | A Home of Tourism

Hotel of Bangladesh
Details>>

Related Links


Welcome
Address: Mohammadpur, Dhaka-1217
Mobile: , Webmail

All right reserved by : Parjatanbd.com | Design & Developed by : Web Information Services Ltd