Welcome Guest | Login | Signup


About Us

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি। এটি আমাদের জাতীয় সংগীতের একট লাইন। বাংলাদেশ হচ্ছে ট্যুরিজমের একটি স্বর্গরাজ্য। কি নেই এ দেশটিতে। ট্যুরিজমের সবকিছুই আছে এখানে। এছাড়াও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ট্যুরিজম উন্নয়নের জন্য দিন দিনই নতুন নতুন উদ্যেগ নিচ্ছেন। প্রাকৃতিক সম্ভাবনা আছে আমাদের অনেক। এর সাথে সরকারের আন্তরিক সাপোর্ট যুক্ত ও শতভাগ বাস্তবায়ন হলে ট্যুরিজম শিল্পের অনেক উন্নয়ন ঘটবে।

প্রাকৃতিকভাবে আমাদের আচ্ছে পাহাড়, ঝরণা, বিশাল সমুদ্র সৈকত, ম্যাংগ্রোব ফরেষ্ট, সুন্দর সুন্দর পাহাড় বেষ্টিত চা বাগান, প্রত্নতত্ত্ব স্থাপনা, নদ  নদী, হাউর বাউরসহ ও ট্যুরিজম স্থানসহ সমগ্র বাংলাদেশের ৬৪টি জেলার প্রায় ৮০০ হোটেল মটেলের সরাসরি ফোন নম্বর, রেষ্টুরেন্টফাস্ট ফুড, ৮০ টি পিকনিক স্পট রেন্ট এ কারসহ অনেক কিছু। এছাড়া আমাদের দেশের আবহাওয়া হচ্ছে ট্যুরিজম বান্ধব। রয়েছে ছয় ঝতুতে ছয় ধরণের পরিবেশ ও প্রতিটি ঝতুকে বাংলাদেশের রূপ আলাদা রকমের যা বাস্তবে না দেখলে অনুভব করা যায়না। প্রতিটি অবস্থাকে আমরা কাজে লাগাতে পারি ট্যুরিজম শিল্প হিসাবে।

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সে যে আমার জন্মভূমি, কবি দ্বিজেন্দ্রলালরায়ের কবিতার এ উক্তির মাধ্যমে প্রাকৃতিকভাবে আমাদের দেশের ট্যুরিজম শিল্পের সম্ভাবনা যা পৃথিবীর অনেক দেশেই নেই, অনেক দেশে এতসব সম্ভাবনা না থাকলেও এ শিল্পে কৃত্রিম স্থাপনা তৈরির মাধ্যমে অনেক এগিয়ে আছে। আশা রাখি আমাদের দেশের ট্যুরিজমের এতসব সম্ভাবনা কাজে লাগিয়ে আমরা এ শিল্পকে অনেক দূর এগিয়ে নিতে পারবো।

আমাদের দেশের ট্যুরিজম স্থাপনাগুলোতে যাওয়ার জন্য যোগাযোগ ব্যবস্থা দিন দিনই অনেক উন্নত হচ্ছে। যেমন-সড়ক, রেল, আকাশনৌপথসহ সর্বক্ষেত্রে উন্নত হচ্ছে। যা ট্যুরিজম শিল্পের উন্নয়নের জন্য অগ্রণী ভূমিকা রাখবে। এছাড়া কমিউনিকেশন প্রযুক্তিতেও বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। যার ফলে আইসিটির প্রয়োগের মাধ্যমে পরযটনবিডি ট্যুরিষ্টদের দরগোরায় ট্যুরিজম তথ্য নিয়ে এসেছে। এ পোর্টালের মাধ্যমে তথ্য সম্পর্কে অবগত ও ভ্রমণস্থান সম্পর্কে অবগত হতে পারবে ও ভ্রমণ করার জন্য দ্রূত সিদ্ধান্ত নিতে পারবে।

ট্যুরিজম শিল্পের সকল সম্ভাবনাকে একসাথে নিয়ে পরযটনবিডি এ শিল্পের জন্য কাজ করছে। জাতিসংঘের দেয়া উন্নয়নশীল দেশগুলোর জন্য SDG4 (Sustainable Development Goal) গোলকে সামনে নিয়ে কাজ করছে ও করবে। কেননা সাথে হাতে হাত রেখে কাজ এ শিল্পের উন্নয়ন ঘটাতে চায়। বর্তম্যান ট্যুরিজম স্থাপনায় আমাদের দেশীয় ট্যুরিষ্টদের দিয়ে চাহিদা মিটছে। সেক্ষেত্রে বিদেশী ট্যুরিষ্টদের সংখ্যা অনেক কম।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ম্যাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃতের সরকার ট্যুরিজম শিল্পের অবাকাঠামোগত উন্নয়নের যে উদ্যেগ গ্রহণ করেছেন তা বাস্তবায়িত হলে অচিরেই বিদেশী ট্যুরিষ্টদের ঘাটতি মিটানো যাবে। সে লক্ষ্যে পরযটনবিডি একই ফ্ল্যাটফরমে ট্যরিজম শিল্পের সাথে জড়িত সবাইকে রেখে একটি ট্যুরিজম তথ্যবহুল সাইট তৈরি করেছে যার ফলে ট্যুরিষ্ট এখান থেকে ট্যুরিজমের যে কোন ধরণের তথ্য সংগ্রহের মাধ্যমে বিশ্বের যে কোন প্রান্ত থেকে বাংলাদেশ ভ্রমণের সিদ্ধান্ত নিতে পারবে। অর্থাৎ পরযটনবিডি ই ট্যুরিজমের বাস্তবায়ন ও এর মাধ্যমে ট্যুরিষ্টদের সেবা প্রদান করা।   

I love you my golden Bengali. This is a line of our national anthem. Bangladesh is a paradise of tourism. What is not in this country. Tourism has everything here. Besides, the government of the Peoples Republic of Bangladesh is taking new initiatives day by day for the development of tourism. Many of us have natural potential. With the sincere support of the government and 100% implementation, there will be a lot of development in the tourism industry.

Naturally, we have mountains, waterfalls, huge beaches, mangrove forests, tea gardens, surrounded by beautiful hills, archeological sites, rivers, Haur Baur, Direct phone numbers of around 600 hotels and motels in 64 districts, of Bangladesh including tourist places and many more restaurants, and fast food, 70 picnic spots, Rent A Car, and much more. Besides, the climate of our country is tourism-friendly. There are six types of environment in each season has a different form of Bangladesh which cannot be felt without seeing it in reality. We can use every situation in the tourism industry.

You will not find such a country anywhere, it is my birthplace. Poet Dwijendralal Roys poem says that the natural potential of our country tourism industry is not available in many countries of the world. I hope we can take this industry a long way by exploiting all the potential of tourism in our country.

The communication system for visiting the tourism establishments of our country is improving a lot day by day. For example, roads, railways, air, and waterways are being improved in all areas. Which will play a leading role in the development of the tourism industry. Besides, Bangladesh has come a long way in communication technology. As a result, through the application of ICT, parjatanbd has brought tourism information to the doorsteps of tourists. Through this portal, you will be able to be informed about information and travel destinations and make quick decisions to travel.

Parjatanbd is working for the tourism industry by bringing together all the possibilities of the tourism industry. The SDG4 (Sustainable Development Goal) for developing countries given by the United Nations is working and will work towards the goal. Because working hand in hand wants to develop this industry. The current tourism establishment is meeting the demand of our domestic tourists. In that case, the number of foreign tourists is much less.

In this regard, if the Government of the Peoples Republic of Bangladesh under the leadership of Honorable Prime Minister Sheikh Hasina takes the initiative for the infrastructural development of the tourism industry, the shortage of foreign tourists will be met soon. To this end, parjatanbd has created a tourism informative site with everyone involved in the tourism industry on the same platform so that tourists can decide to travel to Bangladesh from any part of the world by collecting any type of tourism information from here. That is to implement parjatanbd e-tourism and provide services to tourists through it.

 

Md. Abidur Rahman, Advisor (Web Management), Phone - 8801712849373, Email-abidttcd@gmail.com


Hotel of Bangladesh
Details>>

Related Links


Welcome
Address: Mohammadpur, Dhaka-1217
Mobile: , Webmail

All right reserved by : Parjatanbd.com | Design & Developed by : Web Information Services Ltd