Welcome Guest | Login | Signup


Mozaffar Garden | Satkhira
Untitled Document
অবসর সময়ে ভ্রমণ করুন ও দেশ সম্পর্কে জানুন - পর্যটনবিডি.কম
Picnic Spot and Resort of Bangladesh  
  Web Guideline

.

Mozaffar Garden
.

বিশ্বজুড়ে এখন প্রকৃতি নির্ভর পর্যটনের চাহিদা বেড়েছে। সেজন্য সাতক্ষীরার গড়ে তোলা হয়েছে এমনই একটি রিসোর্ট। যেখানে ঘটছে প্রকৃতি এবং আধুনিকতার অপূর্ব সমন্বয়। ১৬০ বিঘা জমির উপর প্রতিষ্ঠিত মোজাফফার গার্ডেন সাজানো হয়েছে প্রকৃতির আদলে।

একটি রিসোর্ট বা পিকনিক স্পটে যা যা থাকা প্রয়োজন এর সবই মোজাফফার গার্ডেনে। মোজাফফার গার্ডেনে রয়েছে অনন্য সুন্দর ফুল ফলের সমাহারে বাগান। রিসোর্টজুড়ে ঘটেছে দেশি-বিদেশি বৃক্ষের সমারোহ। মুজাফার গার্ডেনে আছে ১২০০ নারিকেল গাছের বাগান যা দেখতে সত্যিই নান্দনিক। একটি ১০০০ গাছের আমের বাগান  ও বড়ই গাছের বাগান‌। রিসোর্টের প্রবেশ পথের সৌন্দর্যও কম নয়। রাস্তার দুপাশে দেবদারু বৃক্ষের সারি-যেন অতিথিদের সাদর অভ্যর্থনা জানাচ্ছে। শুধু ফলদ কিংবা বনজ বৃক্ষই নয়।  গার্ডেনটিকে নান্দনিক সৌন্দর্য দিয়েছে রকমারি বনফুলের উপস্থিতি।
 
দেশি-বিদেশি নানা ফুল ফুটে আছে রিসোর্ট জুড়ে। গার্ডেনের প্রায় ৭৫ শতাংশ জুড়ে রয়েছে লেক, পুকুর। এসব লেকে বোট নিয়ে মেতে ওঠা যায় আনন্দময় নৌভ্রমণে। শান বাঁধানো পুকুরে বসে বড়শি দিয়ে মাছ ধরতে পারেন। ২টি সুইমিং পুলও আছে। যেখানে মনের আনন্দে সাঁতরে নেয়া যাবে। গার্ডেনে তৈরি করা হয়েছে কৃত্রিম ঝর্ণা। মসজিদ আছে দুইটি।

পুরো রিসোর্টের চলার পথ টাইলস দিয়ে নির্মিত। চমৎকার একটি পিকনিক চিড়িয়াখানা এ গার্ডেনে নতুন এক আকর্ষণ দিয়েছে। চিড়িয়াখানায়া আছে বানর, হনুমান, হরিণ, সিংহ, শিয়াল, কুমির, ভাল্লুক, খরগোশ, ময়ূর,অজগরসহ দেশি-বিদেশি নানান প্রজাতির পাখি। শিশুদের জন্য আছে দোলনা, স্লিপারসহ আরো কিছু রাইড।

১৮৭টি পিকনিক স্পট তৈরি করা হয়েছে মোজাফফার গার্ডেন। এর ২৫ বিঘা জমির উপর প্রতিষ্ঠিত করা হয়েছে গাড়ি পার্কিং ব্যবস্থা। এখানে ওখানে দাঁড়িয়ে আছে হাতি, বাঘ, সিংহ, জিরাপ, ময়ূর, বকসহ নানা প্রজাতির প্রাণীর প্রতিকৃতি। মোজাফফার গার্ডেন এর দায়েত্বে আছেন প্রশিক্ষিত কুক। বিশাল মাঠে রয়েছে খেলাধুলার যাবতীয় আয়োজন। থাকার জন্য আছে এসি ও নন এসি ফাইভ স্টার মানের ২৫সুসজ্জিত রুম। পানির উপরে প্রতিষ্ঠিত হয়েছে তিনতলা বিশিষ্ট হল রুম। এখানে ৩০০ জনের অনুষ্ঠান আয়োজন করা যাবে।

বিভিন্ন সময় লাঠিখেলা সহ বাংলার ঐতিহ্যবাহী অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় মোজাফফার গার্ডেনে। সব মিলিয়ে পিকনিক ও কর্পোরেট মিটিংয়ের জন্য অসাধারণ।

 

 

 

 

Demand for this specialty has grown significantly as a result of recent corporate scandals. That is why such a resort has been built in Satkhira. Where the wonderful combination of nature and modernity is happening. Established on 160 bighas of land, the Mozaffar Garden is decorated in the style of nature.

Everything you need to stay at a resort or picnic spot is in the Mozaffar Garden. The Mozaffar Garden has a unique collection of beautiful flowers and fruits. Domestic and foreign tree ceremonies have taken place across the resort. Muzaffar Garden has a garden of 1200 coconut trees which is really beautiful to look at. A mango orchard with 1000 trees and a large orchard. The beauty of the entrance of the resort is not less. Rows of fir trees on either side of the road are welcoming guests. Not just fruit or forest trees. The presence of various wild flowers has given the garden an aesthetic beauty.

There are many local and foreign flowers all over the resort. Lakes and ponds cover about 75 percent of the garden. These lakes can be reached by boat for a joyous cruise. You can catch fish with a fishing rod in a paved pond. There are also 2 swimming pools. Where the mind can swim with joy. Artificial fountains have been created in the garden. There are two mosques.

The walkway of the entire resort is built with tiles. A nice picnic at the zoo has given a new attraction to the garden. The zoo has monkeys, Hanuman, deer, lions, foxes, crocodiles, bears, rabbits, peacocks, pythons and many other domestic and foreign species of birds. There are some more rides for children including cradles, slippers.

17 picnic spots have been created in Mozaffar Garden. Car parking system has been established on 25 bighas of land. There are portraits of various species of animals including elephants, tigers, lions, giraffes, peacocks and bucks. Trained Cook is in charge of Mozaffar Garden. There are all kinds of sports arrangements in the huge field. There are 25 well-equipped AC and Non-AC five star rooms for accommodation. A three-storey hall room has been established above the water. Events for 300 people can be organized here.

Many traditional cultural events of Bengal including lathikhela were organized at Mozaffar Garden at different times. All in all great for picnics and corporate meetings.

 

 


Address :
Dhaka :

 

Mobile : 01719769009, 01885928187

Email : mozaffarresort@gmail.com

www.

Park :

 

Information Provided By :

 

 

 

 

Important Tourism Information of Bangladesh

by md. abidur rahman | parjatanbd | A Home of Tourism

Hotel of Bangladesh
Details>>

Related Links


Welcome
Address: Mohammadpur, Dhaka-1217
Mobile: , Webmail

All right reserved by : Parjatanbd.com | Design & Developed by : Web Information Services Ltd