Welcome Guest | Login | Signup


Neel Diganta Resort | Sain Martin
Untitled Document
অবসর সময়ে ভ্রমণ করুন ও দেশ সম্পর্কে জানুন - পর্যটনবিডি.কম
Picnic Spot and Resort of Bangladesh  
  Web Guideline

.

Neel Diganta Resort
.

এক মোহময় পরিবেশে গড়ে  ওঠেছে নীল দিগন্তে রির্সোটে। সেন্টমার্টিনের কোনাপাড়ায় দণি – পশ্চিম বিচের পার্শ্বে প্রায় ৭ বিঘা জমির উপর  প্রাকৃতিক পরিবেশকে অক্ষুন্ন রেখে সেভেন-ওয়ান গ্রুপ প্রতিষ্ঠা করেছে নীল দিগন্তে রির্সোটে। এটি সেভেন- ওয়ান ট্যুরস এন্ড রির্সোট লিমিটেড-এর একটি প্রকল্প। দেশের একমাত্র প্রবাল দ্বীপে মনােরম পরিবেশে গড়ে উঠা নীল দিগন্তে রির্সোটে রয়েছে কৃত্রিম লেক, কাঠের ব্রিজ, পর্যবেক্ষণ টাওয়ার ও নানা প্রজাতির গাছ বেষ্টিত আধুনিক সুবিধা সম্বলিত কটেজ।

কটেজগুলো ইট, বাঁশ, কাঠ, প্লাস্টিক উড, ছন ও গোলপাতায় তৈরি। এ রির্সোটে পর্যটকদের জন্য রেস্টুরেন্ট সুবিধাসহ রয়েছে আনন্দ ও বিনোদনের নানা আয়োজন। রয়েছে ২৪ ঘন্টা রুম সার্ভিস, ডাইনিংয়ের খাবারের সুব্যবস্থা, উডেন ব্রিজ সহ ফুলের বাগান বেষ্টিত লেক, পার্কে বা লেকে পাড়ে বসার ছাতা, টিবার, সুরতি নিরাপত্তা, জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ, অভিজ্ঞ বাবুর্চির তত্ত্বাবধানে চাহিদা অনুযায়ী খাবারের ব্যবস্থা এবং নিজস্ব গাইড।

এ রির্সোটে হানিমুন প্যাকেজ, ফ্যামিলি প্যাকেজ, কর্পোরেট ইভেন্ট, এ্যানুয়াল জেনারেল মিটিং, পিকনিক এবং কালচারাল প্রোগ্রামের সুব্যবস্থা রয়েছে। নীল দিগন্তে আবাসনের জন্য রয়েছে উডেন কটেজ, আমব্রেলা কটেজ, বেমবো কটেজ, ব্রিজ কটেজ, ডরমেটরি, ডাবল স্টোরী এবং তাঁবু। এগুলোতে নিশ্চিত করা হয়েছে অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা। পর্যবেক্ষণ টাওয়ার, সুরক্ষিত নিরাপত্তা, জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ, নিজস্ব গাইড। অনন্য সুন্দর সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণ কে রাঙিয়ে তুলতে নীল দিগন্তে। রির্সোটে রয়েছে যাবতীয় আয়োজন।

 

 

 

 

 

 

 

 

 

Resort on the blue horizon has developed in an enchanting environment. Seven-One Group has set up a resort on the blue horizon, preserving the natural environment on about 6 bighas of land on the south-west beach side of St. Martins Konapara. This is a project of Seven-One Tours & Resorts Limited. The resort has an artificial lake, wooden bridges, observation towers and cottages with modern facilities surrounded by various species of trees.

The cottages are made of brick, bamboo, wood, plastic wood, chan and golpata. The resort has various facilities for tourists including entertainment and entertainment. There is a 24-hour room service, dining facilities, a lake surrounded by flower gardens including Wooden Bridge, umbrellas in the park or on the shores of the lake, tubers, security, power supply through generators, on-demand meals under the supervision of an experienced chef and own guide.

The resort offers honeymoon packages, family packages, corporate events, annual general meetings, picnics and cultural programs. Accommodation on Blue Horizon includes Wooden Cottage, Umbrella Cottage, Bembo Cottage, Bridge Cottage, Dormitory, Double Story and Tent. All the latest facilities have been ensured in these. Observation tower, secure security, power supply through generator, own guide. On the blue horizon to color the unique beautiful St. Martins Island trip. The resort has all the arrangements.

 

 


Address :
Dhaka :

 

 

Mobile : 01730051005, 01730051008

Email : zohurul777@yahoo.com

www.neeldiganteresorte.com

Park :

 

 

Information Provided By :

 

 

Important Tourism Information of Bangladesh

by md. abidur rahman | parjatanbd | A Home of Tourism

Hotel of Bangladesh
Details>>

Related Links


Welcome
Address: Mohammadpur, Dhaka-1217
Mobile: , Webmail

All right reserved by : Parjatanbd.com | Design & Developed by : Web Information Services Ltd