Welcome Guest | Login | Signup


Padma Resort | Munshiganj
Untitled Document
অবসর সময়ে ভ্রমণ করুন ও দেশ সম্পর্কে জানুন - পর্যটনবিডি.কম
Picnic Spot and Resort of Bangladesh  
  Web Guideline

.

Padma Resort
.

মুন্সীগঞ্জের লৌহজং গড়ে তোলা হয়েছে জলপ্রপাত পদ্মা রিসোর্ট। চারদিকে জলের মাঝে দন্ডায়মান ১৬ টি কাঠের কটেজ ও একটি রেস্টুরেন্ট। ঘাটে এসে মোবাইল ফোনে মেসেজ দিলেই রিসোর্ট থেকে ইঞ্জিন বোট চলে আসবে আপনাকে তুলে নিতে। বাক্স-পেটরা ও পরিবার পরিজন নিয়ে উঠে পড়বেন বোটে ও কয়েক মিনিটেই মধ্যে পৌঁছে যাবেন পদ্মা রিসোর্টে।

রিসোর্ট কর্তৃপক্ষ আপনাকে স্বাগত জানিয়ে নির্ধারিত কটেজ বুঝিয়ে দিবেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভাড়া ২০০০ টাকা। দিনের বেলায় আট থেকে দশজন অবস্থান করতে পারেন। চারজনের রাত্রি যাপনসহ ২৪ ঘন্টার জন্য এর ভাড়া ৩০০০ টাকা। রাতে অবস্থান না করলেও এখানে অনেকেই ঘুরতে আসেন। কুড়ে ঘরের আদলে তৈরি হলেও এগুলো নিশ্চিত করা হয়েছে আধুনিক সুযোগ-সুবিধার মাধ্যমে। প্রথম দেখতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কুরে ঘরের কথা মনে করিয়ে দিবে।

বর্ষায় কটেজগুলোকে পানিতে ভাসমান জল বাড়ির মত মনে হয়। জুন, জুলাই ও আগস্ট এ তিন মাস পদ্মা থাকে জলে পরিপূর্ণ। পদ্মা রিসোর্টের সৌন্দর্য তখন বেশি। কটেজের প্রবেশ পথটি দেখেই মুগ্ধ হবেন কেননা চারদিকে ফুলের টব। উপরেও ঝুলছে ছোট ছোট টব। ডুপ্লেক্স কটেজের নিচে বসার ব্যবস্থা। ফ্রেশ রুম, বেলকনি, উপরে শোবার ঘর। আপনি সেখান থেকে জানালা দিয়ে উঁকি দিয়ে উপভোগ করতে পারেন অবারিত জলের সৌন্দর্য। উপরে সুনীল আকাশ নিচে পানি সে যেন ভালো লাগার এক অপূর্ব পরিবেশ।

চরের পানিতে বেড়ানোর সুবর্ণ সুযোগ। আরও আছে স্পিডবোট, নৌকা এবং মাছ ধরার নৌকা। সাঁতার না জানলে সমস্যা নেই রয়েছে লাইফ জ্যাকেট। কটেজের ব্যালকনিতে দাঁড়িয়ে নির্মল বাতাসে চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে দুচোখ ভরে ওঠবে। বেতের সাজসজ্জায় বেষ্টিত। একত্রে ১২০ জন বসার ব্যবস্থা রয়েছে। এ রিসোর্টে বার্থডে পার্টি, পিকনিক, বিয়ের অনুষ্ঠান ইত্যাদি আয়োজন করে থাকেন অনেকে। এছাড়া মিটিং, কনফারেন্স, উদ্বোধনী অনুষ্ঠান, নতুন পণ্যের লঞ্চিং, বর্ষশেষের অনুষ্ঠান আয়োজন করার সুযোগ রয়েছে। পহেলা বৈশাখ, চৈত্রসংক্রান্তি, পহেলা ফাল্গুন, ভ্যালেন্টাইন ডে, ওপেন এয়ার কনসার্ট, ইংরেজি নববর্ষ অনুষ্ঠান আয়োজন করে থাকে অনেকে। বিশেষ বিশেষ দিনে নানা আয়োজন করে থাকেন পদ্মা রিসোর্ট কর্তৃপক্ষ। এখানে বিদ্যুতের রয়েছে সুব্যবস্থা। নিজস্ব জেনারেটরের সাহায্যে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়।

 

 

Munshiganjs Lohajang Padma Resort has been built. There are 16 wooden cottages and a restaurant standing in the middle of the water. As soon as you come to the dock and send a message on your mobile phone, the engine boat will come from the resort to pick you up. Box-Petra and his family will get on the boat and reach Padma Resort in a few minutes.

The resort authorities will welcome you and explain the designated cottages. Rent from morning to evening 2000 Taka. Can accommodate eight to ten people during the day. The fare is 24000 Taka for 24 hours including four nights. Although they do not stay at night, many people come here to visit. Although built in the style of a hut, these have been ensured through modern facilities. At first glance, the village will remind you of the traditional Kure house of Bengal.

In the rainy season, the cottages feel like floating water houses. The Padma is full of water for three months in June, July and August. The beauty of Padma Resort was more then. You will be fascinated by the entrance of the cottage as there are flower tubs all around. Small tubs are also hanging on top. Seating under the duplex cottage. Fresh room, balcony, upstairs bedroom. From there you can peek through the windows and enjoy the beauty of the untouched water. The blue sky above and the water below is a wonderful environment to feel good.

Golden opportunity to wander in the waters of Char. There are also speedboats, boats and fishing boats. If you dont know how to swim, there is no problem with life jacket. Standing on the balcony of the cottage, you will be amazed to see the natural beauty of the surroundings in the fresh air. Surrounded by cane decorations. There is seating for 120 people. Many people organize birthday parties, picnics, wedding ceremonies etc. at this resort. There are also opportunities to organize meetings, conferences, opening ceremonies, launching new products, and end-of-year events. Pahela Boishakh, Chaitra Sankranti, Pahela Falgun, Valentines Day, Open Air Concert, English New Year celebrations are organized by many. The Padma Resort Authority organizes various special days. There are electricity facilities here. Power supply is ensured with the help of own generator.

 


Address :

 

 

Information Provided By :

 

 

Important Tourism Information of Bangladesh

by md. abidur rahman | parjatanbd | A Home of Tourism

Hotel of Bangladesh
Details>>

Related Links


Welcome
Address: Mohammadpur, Dhaka-1217
Mobile: , Webmail

All right reserved by : Parjatanbd.com | Design & Developed by : Web Information Services Ltd