This country has potential in the tourism industry. Sujla, Sufla, Shasya and Shyamla is our Bangladesh, the whole country is like a tourism industry. There are many educational institutions and universities of international standard in Dinajpur, Nilphamari, Rangpur district (Hajee Mohammad Danesh Science and Technology University, Begum Rokeya University ). The present Government of the Peoples Republic of Bangladesh is very sincere in establishing new universities and educational institutions and is setting up universities in every district. Many local and foreign students have the opportunity to study in these institutions. This page is created to enrich their knowledge by traveling to the country during their leisure time. Parjatanbd is always by the side of the traveler regarding travel related issues
ট্যুরিজম শিল্পে সম্ভাবনাময় এই দেশ। সুজলা, সুফলা, শস্য ও শ্যামলা আমাদের এই বাংলাদেশ, পুরো দেশটিই যেন একটি ট্যুরিজম শিল্প। রংপুর জেলায় আন্তজার্তিক মানের অনেক শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় রয়েছে (হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়) । বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নতুন নতুন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করার ব্যাপারে অনেক আন্তরিক ও প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপন করছে। এ প্রতিষ্ঠানগুলোতে দেশি বিদেশি অনেক ছাত্র-ছাত্রীদের পড়াশুনার সুযোগ রয়েছে। পড়াশুনার অবসর সময়ে দেশটিতে ভ্রমণ করার মাধ্যমে তাদের জ্ঞানকে আরো সমৃদ্ধ করতে পারে সেজন্যই এ পৃষ্ঠাটি তৈরি করা।পর্যটনবিডি ভ্রমণ সংক্রান্ত বিষয় নিয়ে ভ্রমণকারীদের পাশে সবসময়ই রয়েছে।